#Blog

তারুণ্য

স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই

শনিবার, ১৫ মার্চ ২০২৫

সিরিয়ায় পাঁচ বছরের জন্য অস্থায়ী সংবিধান জারি

সিরিয়ায় পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অস্থায়ী সংবিধান জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অস্থায়ী এ সংবিধানে স্বাক্ষর করেন।

এ সময় তিনি বলেন, এর মাধ্যমে সিরিয়ায় নতুন এক ইতিহাসের শুরুর প্রত্যাশা করছেন, যেখানে নিপীড়নের জায়গায় ন্যায়বিচার প্রতিস্থাপিত হবে।

সংবিধানের খসড়া কমিটির সঙ্গে যুক্ত আবদুল হামিদ আল-আওয়াক জানিয়েছেন, আগের সংবিধানের কিছু অংশ এ সংবিধানে রাখা হয়েছে। যার মধ্যে রাষ্ট্রপ্রধানের মুসলমান হওয়া এবং আইনশাস্ত্রের মূল উৎস হিসেবে ইসলামি আইনকে প্রতিষ্ঠার বিধান রয়েছে।

তিনি আরো জানান, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা এবং নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়েও ভারসাম্যমূলক বিধান রাখা হয়েছে।

এদিকে স্থায়ী এক সংবিধান তৈরির জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দামেস্কে এই বৈঠকে তুর্কি প্রতিনিধি দলে আরো ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইবরাহিম কালিন।

বাংলাদেশের মতো দেশেও আমরা এমন একটি পরিস্থিতি কামনা করি। এটি আমাদের যুগ যুগ সময়ের অপ্রকাশিত আকাঙ্ক্ষা

Testing port

1 Comment

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *